Last Updated on 2 years by zajira news
নরসিংদী প্রতিনিধি, জাজিরা নিউজ: নরসিংদীতে গলায় কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মিয়াচাঁন (৪৮) বালুসাইর গ্রামের তারব আলীর ছেলে।
বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহিষাশুড়া ইউপির চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ জানান।
স্থানীয়রা জানান, রাতে বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় মাছ ধরতে যান মিয়াচাঁনসহ কয়েকজন। নালা থেকে একটি কৈ মাছ ধরেন কৃষক মিয়াচাঁন। কিন্তু সঙ্গে কোনো পাত্র না থাকায় দাঁতে কামড়ে কৈ মাছটি আটকে রেখে আরও মাছ ধরার চেষ্টা করছিলেন তিনি। একপর্যায়ে মাছটি দাঁত থেকে ফসকে তার গলায় গিয়ে আটকে যায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তখন সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে কৃষক মিয়াচাঁনের মৃত্যু হয়।
মহিষাশুড়া ইউপির চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, “গলায় মাছ আটকে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঝড়বৃষ্টির কারণে সরেজমিনে খোঁজ নেওয়া সম্ভব হয়নি।”


