সময়ের জনমাধ্যম

টাইটানিক-অ্যাভাটার সিনেমার অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন

জন ল্যান্ডাউ

Last Updated on 6 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: টাইটানিক ও অ্যাভাটার সিনেমার অস্কারবিজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

গত শুক্রবার (৫ জুলাই) ৬৩ বছর বয়সে মারা যান তিনি। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানসারে মৃত্যু হয়েছে হলিউডের জনপ্রিয় এ প্রযোজকের। জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ এর মতো সিনেমার সহ-প্রযোজনায় ছিলেন ল্যান্ডাউ।

তিনি প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার ছবি নির্মাণ করেছিলেন।

ল্যান্ডার-ক্যামেরন জুটি বেঁধে তিনটি অস্কার মনোনয়ন এবং ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে সেরা ছবির অস্কার জেতেন।
ল্যান্ডা ও ক্যামেরনের পার্টনারশিপ ‘অ্যাভাটার’ এবং এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের।

ল্যান্ডউয়ের মৃত্যুর খবরের পরে, ক্যামেরন হলিউড বলেছেন, একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে।

ল্যান্ডাউ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউ-এর সন্তান। তিনি অল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন। ‘দ্য লাস্ট অব দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড টু’ সহ বেশকইয়েকটি চলচ্চিত্রে তিনি তত্ত্বাবধান করেছিলেন।

Reendex

Must see news