সময়ের জনমাধ্যম

টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ইলন মাস্কের যে কারনে ক্ষোভ

Last Updated on 3 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু থাকা নিয়ে নতুন গতি পেয়েছে চলমান বিতর্ক । যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল টিকটক। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন।

ফলে যুক্তরাষ্ট্রে পুনরায় বৈধভাবে কার্যক্রম শুরু করেছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে টিকটকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ক্ষোভ জানিয়েছেন এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।

টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমালোচনা করে ইলন মাস্ক জানান, টিকটক যুক্তরাষ্ট্রে অবাধে চালু থাকলেও চীনে এক্স নিষিদ্ধ থাকা অসামঞ্জস্যপূর্ণ। এ সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতা নীতির প্রতি দ্বৈত আচরণ নির্দেশ করে।

দীর্ঘদিন ধরেই প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রয়েছে, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনে নিতে পারেন। এমনকি চীনের পক্ষ থেকেও মাস্কের এক্স প্ল্যাটফর্মকে অংশীদার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে টিকটক এ ধরনের খবর অস্বীকার করেছে।

প্রসঙ্গত, টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়। এ আইনে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়। এবার আরও ৭৫ দিনের সময় পেয়েছে টিকটক। নির্ধারিত সময়ের মধ্যে আইনি বাধ্যবাধকতা পালন না করলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে টিকটক।