Last Updated on 2 weeks by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় দেখা গেল এক দারুণ ক্রিকেট নাটক। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে দলটি যেন আত্মবিশ্বাসে ভরপুর এক নতুন অধ্যায়ের সূচনা করলো।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস, আর সেটাই যেন হয়ে গেল ম্যাচের প্রথম মোড়। শুরু থেকেই আগুন ঝরান পেসাররা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব আর মেহেদী হাসান মিলেই ছিন্নভিন্ন করে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
প্রথম পাওয়ার প্লে-তেই পাকিস্তান হারায় ৪ উইকেট, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান, বাকিরা ছিলেন ধ্বংসস্তূপের মতো। শেষ পর্যন্ত মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম অলআউট।
১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ান তরুণ দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। সাবলীল ব্যাটিংয়ে তারা গড়েন ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।
বিশেষ করে ইমনের ইনিংস ছিল চোখধাঁধানো। ৩৪ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করে দলের শতরানও পূর্ণ করেন এই তরুণ ওপেনার।
তাওহীদ হৃদয় আউট হলেও কাজ সম্পন্ন করে যান। এরপর জাকের আলীকে নিয়ে ইমন সহজেই ম্যাচ শেষ করেন। ১৫.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচসেরা নির্বাচিত হন পারভেজ হোসেন ইমন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। পরের ম্যাচ মঙ্গলবার, এবং এখন চোখ সিরিজ জয় নিশ্চিত করার দিকে। দীর্ঘদিন পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এমন দাপুটে জয় দলকে এনে দিল আত্মবিশ্বাসের নতুন রসদ।
বাংলাদেশ শুধু জয়ই পায়নি, পেয়েছে সাহস, সম্মান আর সমর্থকদের হৃদয়ে আবারও জায়গা করে নেওয়ার চাবিকাঠি। মাঠে ছিল আত্মনিয়ন্ত্রণ, পরিকল্পনা আর সাহসিকতা। এমন একটি পারফরম্যান্স শুধু ম্যাচ জয়ের জন্য নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এক গর্বের ঘোষণা।
স্কোর কার্ড: বাংলাদেশ বনাম পাকিস্তান
প্রথম টি-টোয়েন্টি:
বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (জাকের ১৫*, ইমন ৫৬*, তানজিদ ১, লিটন ১, হৃদয় ৩৬)
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০/১০ (আবরার ০*, সাইম ৬, হারিস ৪, সালমান ৩, হাসান নওয়াজ ০, মো. নওয়াজ ৩, ফখর ৪৪, খুশদিল ১৭, ফাহিম ৫, সালমান মির্জা ০, আব্বাস ২২)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: পারভেজ হোসেন ইমন।