Last Updated on 2 years by BISWAS
জেলা প্রতিনিধি, জাজিরা নিউজ: জামালপুর-৪ আসনে (সরিষাবাড়ি) ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের কাছে হেরে গেছেন ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান।অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। আর ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট। তৃতীয় হয়েছেন তিনি।
এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন।
রোববার (৭ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার বেসরকারি ফলাফল প্রকাশ করেন।
জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, জেলার ৫ টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।


