সময়ের জনমাধ্যম

ট্রাকের নির্বাচন করতে করতে আমার নামও ট্রাক হয়ে গেছে : মাহি

ছবিঃ সংগৃহীত

Last Updated on 2 years by BISWAS

বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কিছুদিন আগে ভিডিওতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ওই নায়িকা।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।একমাত্র সন্তানকে নিয়ে আলাদা থাকছেন ওই নায়িকা।

সম্প্রতি ময়মনসিংহ ভালুকাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি।ওই অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। ’

দীর্ঘদিন পর ওই অনুষ্ঠানে স্টেজ পারফরম করতে দেখা গেছে মাহিকে।মঞ্চে পারফরম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, ‘আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার?’ কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন, আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

এরপর মাহিয়া মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য। ’

উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

Reendex

Must see news