Last Updated on 2 mins by zajira news
বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিংয়ে সম্প্রতি হট্টগোলের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়িতে শুটিং শুরুর কিছু সময় পর দর্শকসারিতে চেয়ার ছোড়াছুড়ির ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। অবশেষে শুটিংয়ে হট্টগোলের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে সে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন জনপ্রিয় এই উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
তিনি বলেন, ‘অনুষ্ঠানের আগে আমরা আট হাজার প্রবেশ পাস দিয়েছি। ওখানে কিন্তু আর্মি, পুলিশ সবাই ছিল। যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম। দর্শক তালি দিল।’
তিনি নিজে মঞ্চ উঠতেই হট্টগোল শুরু হয় জানিয়ে এই উপস্থাপক যোগ করেন, ‘যেই আমি মঞ্চে এলাম, শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের অধিক লোক। এত মানুষকে আমি কোথায় বসতে দেব। লোকজন করল কি, বাঁশের ব্যারিকেড ছিল, তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো ম্যাসাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। এরপর হাউকাউ শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছে, আমিও করছি। অস্থির অবস্থা। কেউ কেউ চেয়ার–ছোড়াছুড়ি করছে।’
‘আমি তখন প্রশাসনকে ডেকে বললাম, এভাবে অনুষ্ঠান করা যাবে না। মানুষ শান্ত হোক, তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি। আমরাও অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। জানিয়ে দিলাম, অনুষ্ঠান আপাতত হচ্ছে না। আপনারা শান্ত হন। এ-ও অনুরোধ করেছি, চলে যান। পরবর্তী সময় আমরা চিন্তা করব কী করা যায়। লোক যেতে তিন ঘণ্টা লেগে গেল’-বলেন হানিফ সংকেত।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই ঘটনার সূত্রপাত হয় জানিয়ে জনপ্রিয় এই গণমাধ্যম ব্যক্তিত্ব বলেন, ‘আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায়। সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত, যখন আমি মঞ্চে উঠলাম। ওঠার পর যখন কথা বললাম, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। এরপর একটা নাচ করলাম। তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম, তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয়। এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ রেখে রাত সাড়ে ৯টা কি ১০টার দিকে আবার শুরু করেছি। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত শুটিং করেছি। এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক। তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং লজ্জিত হয়েছেন।’
হানিফ সংকেত জানান, এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ময়মনসিংহের ত্রিশাল, পঞ্চগড়ের তেতুলিয়ায়ও ‘ইত্যাদি’র শুটিংয়ের সময় অতিরিক্ত জনসমাগমের কারণে শুটিংয়ে বিশৃঙ্খল পরিস্থিতি হয় তৈরি বলে ।