Last Updated on 7 months by zajira news
বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: এবারের ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে এসেছে টিএম রেকর্ডস। পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কন্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।
নতুন এ গানের কথা- ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার।…’ এমন অদ্ভুত কথার গানটি এরইমধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা।
সম্প্রতি এই গানের মিউজিক ভিডিওতে দেখা গেল এ অভিনেতা জায়েদ খানকে। যেখানে তাকে গায়কের কণ্ঠে ঠোঁট মেলাতে দেখা গেছে।
গানের তালে তালে নাচতেও দেখা গেছে জায়েদকে। এতে ঝলমলে পোশাকে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন ঢালিউডের এ হিরো।
এমন অদ্ভুত কথার গান ও জায়েদের নাচ এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকের মতে, ঈদের আনন্দের মধ্যে এ গান ভিন্ন স্বাদ যোগ করল। ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এ অভিনেতা।
গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।
চাঁদরাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।