Last Updated on 3 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসে থাকবে না কোনো ভাতের হোটেল। নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ড জড়িত হলে তাকেও ছাড় দেওয়া হবে না। জনগণের আস্থার জায়গা ভরসাস্থল হবে ডিবি।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার বলেন, কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি না করে সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে।
ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় থাকবে না। ডিবিতে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।