সময়ের জনমাধ্যম

ঢাকার মানিকনগর ঋষিপাড়ায় পালিত হলো আন্তজার্তিক নারী দিবস ২০২৪

Last Updated on 2 years by BISWAS

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজঃ নারীর সম অধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার মানিকনগর ঋষি পাড়ায় পালিত হলো আন্তজার্তিক নারী দিবস ২০২৪।

ইউএসএইড এর আর্থিক ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারীগরি সহযোগতিায় গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস) ও অ্যাডভোকেসি ফোরাম ’র যৌথ উদ্যোগে সোমবার (৪ মার্চ) মানিকনগর ঋষি পাড়ার পঞ্চায়েত ক্লাব মাঠে বর্ণাঢ্য র্যালি ,আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাইলে ঋষিসহ প্রান্তিক জনগোষ্ঠীর নারী পুবুষ সকলকে একসাথে কাজ করতে হবে। অর্থনীতিতে নারীর অবদান ও তাদের কাজের স্বীকৃতি প্রদানসহ উন্নয়নে নারীর অবদানকে স্বীকৃতি প্রদানের জন্য সকলকে আহবান জানান তারা।


নারীর উন্নয়নে অবদান রাখায় ঋষি সম্প্রদায়ের ৬ জন নারীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।সবশেষে ঋষি সম্প্রদায়ের নারীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনূষ্ঠান অনুষ্টিত হয়।


সীমান্ত সিরাজ এর সঞ্চালনায়,কাজীরবাগ পঞ্চায়েত ক্লাব সভাপতি সুজন মাতবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা শমশের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি মিস ক্যাটি ক্রোক, জিবিএসএস’র নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, এডাব পরিচালক এ,কে,এম,জসীম উদ্দিন,পঞ্চায়েত ক্লাবের সাধারন সম্পাদক কিশোর কুমার দাস,দুর্বার নেটওর্য়াক এর সাধারন সম্পাদক শেলী, বুলবুল সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা বেগম। এছাড়া ঋষি সম্প্র্রদায়ের নারীপুবুষ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবি মানুষ এসময় উপস্থিত ছিলেন।