সময়ের জনমাধ্যম

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী

এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী

Last Updated on 3 weeks by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তেজগাঁও এলাকার শাম্মী আক্তার বলেন, তিনি রান্নাঘরে ছিলেন, হঠাৎ মেঝে দুলতে শুরু করলে প্রথমে বুঝতে পারেননি। পরে জিনিসপত্র পড়তে শুরু করলে দ্রুত নিচে নেমেছেন। তিনি বলেন, তার ২০ বছরের জীবনে এমন তীব্র কম্পন আগে কখনও দেখেননি।

কারওয়ান বাজার এলাকার একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী জানান, ভবনটি এত জোরে দুলছিল যে সবাই ভয়ে চিৎকার করতে করতে নিচে নেমে আসে।

ফারজানা সুলতানা আফটার শকের বিষয়ে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

নেত্রকোনা শহরের নাগরা এলাকার এক বাসিন্দা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি খেতে বসেছিলেন। ভবনটি হঠাৎ কেঁপে ওঠে। তাড়াহুড়া করে বাচ্চাদের নিয়ে বের হতে গিয়ে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এর আগে, চলতি বছরের ৫ মার্চও রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এছাড়া, গত ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তখনও দেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছিল।