Last Updated on 1 month by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি মহাসচিব সবাইকে স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।
নিজের বাবার চিকিৎসার কথা উল্লেখ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তখন একজন চিকিৎসককে বলেছিলাম আমাদের ভারতে আসতে হয় কেন? আপনাদের চিকিৎসকের মান কী আমাদের চেয়ে বেশি? উত্তরে তিনি বলছিলেন-কোনোমতেই না, আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই; কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি। সমস্যাটা সিস্টেমে, যার ফলে আপনাদের চিকিৎসকরা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারে না।
ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই যেন দেশের জন্য কাজ করে ড্যাব নেতাদের প্রতি এ আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, শুধু রাজনৈতিক মত থাকার কারণে অনেক চিকিৎসককে জেলে দেওয়া হয়েছিল। আমাদের দেশে যে পারস্পরিক হিংসা-জিঘাংসার মাধ্যমে আমরা যে কালচার তৈরি করেছি তা আমাদের ধ্বংস করে দিয়েছে।