সময়ের জনমাধ্যম

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মাদ্রাসায় এক ছাত্রের মৃত্যু

Last Updated on 2 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: তাহাজ্জুদের নামাজরত অবস্থায় নোয়াখালীর চাটখিলে আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

মৃত আকরাম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন আরও বলেন, ‘আকরাম বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করে। প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সঙ্গে সে তাহাজ্জুদ নামাজ পড়ত উঠে। পরবর্তীতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক অন্য ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুস সুলতান বলেন, ‘এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি এ বিষয়ে।

Reendex

Must see news