সময়ের জনমাধ্যম

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ক্লোজডাউন কর্মসূচি, ব্যাপক পুলিশ মোতায়েন

Last Updated on 2 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন ।

তারা কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছেন। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ক্যাম্পাসের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি শুরু করেন । তারা ক্যাম্পানের ভেতর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে আসেন। এরপর ফটকের অভ্যন্তরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

এদিকে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে কয়েকশ পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনের রাস্তার উল্টোদিকে একটি জলকামানও দেখা যায়।

এ বিষয়ে ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) অতিরিক্ত দায়িত্ব (ক্রাইম) এ এফ এম তারিক হোসেন খান বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা চাচ্ছি শিক্ষার্থীরা ক্যাম্পাের ভেতরে থাকুক। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপত্তি যেন ঘটে।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৮ নভেম্বর) মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক সাড়ে ৪ ঘণ্টা যাবত অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কিছু সময় রেলপথও অবরোধ করে শিক্ষার্থীরা যাতে ঢাকার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।