সময়ের জনমাধ্যম

তুরস্কে বাংলাদেশীদের গ্র্যান্ড ইফতার অনুষ্ঠান

তুরস্কে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন 'বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন তুরষ্ক - বাসাত'

Last Updated on 1 year by zajira news

তুরস্ক প্রতিনিধি, জাজিরা নিউজ: প্রতি বছরের ন্যায় এইবারও তুরস্কে অবস্থানরত বাংলাদেশীরা আবারো একসাথে ইফতার করলো ইস্তাম্বুলে।

রবিবার (২৪ মার্চ) ইস্তানবুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদের পাশে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় “বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৪” শীর্ষক এই ইফতার অনুষ্ঠান। আয়োজন করে তুরস্কে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন তুরষ্ক – বাসাত’।

বিদেশের মাটিতে দেশীয় খাবারের আয়োজন বিশেষ করে রমজানের ইফতার দুষ্প্রাপ্য। বাংলাদেশী শিক্ষার্থীদের বড় একটি অংশ যখন ছাত্রাবাসে থাকে তখন তা আরো কঠিন হয়ে যায়। তাই এই আয়োজন বাংলাদেশী ছাত্র-ছাত্রী এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য ছিল বহুল প্রতীক্ষিত। বাসাত এর সকল সদস্যের নিরলস পরিশ্রমের ফলে জমকালো আয়োজনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।

 

ছবি: জাজিরা নিউজ

বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৪ এর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্স্যুলেট ইস্তানবুলের সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মাদ নুরে আলম।

এছাড়াও বাসাতের ইফতার প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল ইস্তানবুলের ভাইস কনসাল জনাব ইউসুফ আলী, তুরষ্কের সরকারি স্কলারশিপ তত্তাবধানকারী মন্ত্রণালয় YTB এর ইস্তানবুল কো-অরডিনেটর জনাব এমরে ওরুচ, প্রবীন ইতিহাস ও শিক্ষাবিদ প্রফেসর ড. ইহসান সুরেইয়া সিরমা, তুরষ্কে বিদেশী ছাত্রদের সংগঠন UDEF, Bab e Âlem, TÜMED এবং তুরষ্কের প্রথম সারির সিভিল অর্গানাইজেশন TÜGVA, ADEV, TADD এর সভাপতি ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। বাংলাদেশীদের ইফতার সংস্কৃতি ও আতিথিয়েতার অভিজ্ঞতা নিতে বাসাতের গ্র্যান্ড ইফতারে তুরস্কে অধ্যায়নরত প্রায় ৩৩ টি দেশের স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি সহ তুরস্কের নামীদামি সব প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইস্তানবুলসহ তুরষ্কের বিভিন্ন শহরে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি, তুরষ্কে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি প্রফেসরবৃন্দ, ব্যবসায়ী ও খ্যাতিনামা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশীদের পরিবারসহ স্বতস্ফুর্ত অংশগ্রহণে প্রায় ৩৫০ জন অতিথিদের মিলনায়তনে রূপান্তর বাসাত আয়োজিত এই অনুষ্ঠান।

পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় গ্র্যান্ড ইফতার। ইফতারের পূর্বে অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা হৃদয় জুড়ানো কন্ঠে বিভিন্ন হামদ-নাত গেয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন। ‘বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৪’ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বাসাত সভাপতি ওমর ফারুক হেলালী এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাসাত সাধারণ সম্পাদক নাসরুজ্জামান নাঈম।

ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের অভিব্যাক্তিতে ফুটে উঠে বাংলাদেশীদের, আপ্যায়নের প্রশংসা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সংহতি, ধর্মপ্রীতি দেখে বরাবরের মতই মুগ্ধ ছিলেন অতিথিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা নিয়েও বিস্মিত হয়েছেন তাঁরা। সুন্দর, মনোমুগ্ধকর এবং সুশৃঙ্খল ইফতার অনুষ্ঠান আয়োজন এবং তুরষ্কে বাংলাদেশের সফল প্রতিনিধিত্বের জন্য আগত অতিথিরা আয়োজক কমিটিসহ বাসাতের প্রত্যেক সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

Reendex

Must see news