সময়ের জনমাধ্যম

তুর্কমেনিস্তানকে ৭ গোলে উড়িয়ে অপরাজিত বাংলাদেশ

Last Updated on 2 months by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: নারী এশিয়া কাপের বাছাই পর্বে তুর্কমেনিস্তানকে ৭ গোলে হারিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এর মধ্য দিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপে খেলার টিকিট পেল লাল সবুজের দল।

শনিবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মিয়ানমারের ইয়াঙ্গুনে গ্রুপের শেষ এ ম্যাচটি শুরু হয়। যদিও ম্যাচটি গুরুত্বহীন, তবে মাঠে নামার সাথে সাথেই বাংলাদেশ দেখিয়েছে তাদের আধিপত্য।

এর আগে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে।

ম্যাচের মাত্র তিন মিনিটেই স্বপ্না রাণীর গোলে লিড নেয় বাংলাদেশ। এর পর যেন একের পর এক গোলের ঢল। ম্যাচের ৬ মিনিটে শামসুন্নাহারের পা থেকে আসে দ্বিতীয় গোল। থামেননি এই প্রতিভাবান ফরোয়ার্ড; ১৩ মিনিটে আরো একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

এরপর ১৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান মনিকা চাকমা। পরের মিনিটেই ঋতুপর্ণা চাকমা গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এত দ্রুত গোল হজম করে হতভম্ব তুর্কমেনিস্তান কোচ ১৯ মিনিটেই গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ২০ মিনিটে তহুরা খাতুনের গোল বাংলাদেশের স্কোরলাইনকে ৬-০ তে পৌঁছে দেয়। ৪০ মিনিট আসে সপ্তম গোলটি। এটি করেন ঋতুপর্ণা। এরপরে আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ৭-০ গোলে জয়ী হয়।

এদিকে মিয়ানমার ম্যাচের জয়ী একাদশই আজও মাঠে নামান ব্রিটিশ কোচ পিটার বাটলার। এই ম্যাচেও দারুণ সামঞ্জস্য ছিল দলের রক্ষণ ও আক্রমণে ।

Reendex

Must see news