Last Updated on 12 months by admin
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাথে সচেতনতামূলক লোকাল থানা মিটিং এর আয়োজন করা হয়।
বুধবার (২০ মার্চ) এস সি জি প্রকল্পের আওতায় লোকাল থানা মিটিং আয়োজন করে পদ্মকুড়ি হিজড়া সংঘ।।
মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শামীম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার,ওয়ারী জোন, ডিএমপি, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরঞ্জনা সাহা সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী জোন, ডিএমপি, ঢাকা ও মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ গেন্ডারিয়া থানা সহ গেন্ডারিয়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা।।
এ সময় পদ্মকুড়ি হিজড়া সংঘের পক্ষ হতে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।।।