সময়ের জনমাধ্যম

দায়িত্ব নিয়েই সারওয়ার গেলেন ‘সাদাপাথরে’, চালালেন অভিযান

Last Updated on 2 weeks by zajira news

সিলেট প্রতিনিধি, জাজিরা নিউজ: সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, ‘সাদাপাথর’ এলাকাকে আগের রূপে ফিরিয়ে দিতে সবকিছু করা হবে ।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন সারওয়ার। তারপর দুপুরেই ছুটে যান পাথর লুটের জন্য বহুল আলোচিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায়।

সেখানেই পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে বিকালে ফেরার পথে তিনটি স্টোন ক্র্যাশার মিলে অভিযান চালিয়ে উদ্ধার করেন বেশ কিছু লুটের পাথর।

সারওয়ার বলেন, “সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলোও পর্যালোচনা করা হবে।”

কোনো চাপ অনুভব করছেন কি-না এ প্রশ্নে তিনি বলেন, “জনগণ আমাদের শক্তি। এরই মধ্যে জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে, সেজন্য আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, “লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খোঁজে বের করে আমরা প্রতিস্থাপন করছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।”

পাথর লুণ্ঠনের কারণগুলো চিহ্নিত করলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার সম্ভব জানিয়ে তিনি বলেন, “আপাতত আমরা তিনটি বিষয় সামনে রেখে কাজ করছি। লুণ্ঠিত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন, জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আর যাতে পাথর লুণ্ঠন বা চুরি না হয় সে ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।”

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন নতুন জেলা প্রশাসক। সোমবার মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পান।

যোগদানের পর পাথরখেকোদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে আমাকে যেভাবে দেখেছেন, আমি তেমনই আছি, তেমনই থাকব।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক বলেন, “বেশ কয়েকটা বিষয়ে আমার অগ্রাধিকার থাকবে। আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য- এই বিষয়গুলো। সব কাজেই আমার অগ্রাধিকার থাকবে, তবে এ কয়েকটা কাজে আমার বিশেষ অগ্রাধিকার থাকবে।”

এ সময় তিনি বলেন, “সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতির মতোই থাকে, আমরা সবাই মিলে চেষ্টা করব। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে এটা হতে হবে টেকসই উন্নয়ন। সিলেট যেহেতু পর্যটন এলাকা, যেহেতু এখানে প্রচুর পর্যটক আসেন, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে।”

নিজে পরিবেশের ছাত্র জানিয়ে তিনি বলেন, “সবাই মিলে কাজ করলে সিলেটের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে। সিলেটের টেকসই উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।”

বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে নতুন জেলা প্রশাসক তার দায়িত্ব নেন। এ সময় তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) সারওয়ার আলম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।

গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারি থেকে ব্যাপকভাবে বালু-পাথর লুট শুরু হয়। সম্প্রতি এই লুটের ঘটনার সমালোচনার পর ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অবৈধ পাথর ও স্টোন ক্র্যাশার মিলের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সারওয়ার আলম। ‘সাদাপাথর’ পরিদর্শন শেষে ফেরার পথে বিকালে অভিযান চালিয়ে তিন ক্র্যাশার মিলের পাথর জব্দ করেন।

প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় যান সারওয়ার।

ফেরার সময় উপজেলার টুকেরগাঁও এলাকায় ‘চাচা-ভাতিজা স্টোন ক্র্যাশার’, ‘মেসার্স আল করিম স্টোন ক্র্যাশার’ এবং নামছাড়া আরেকটি স্টোন ক্র্যাশার মিলে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন তিনি।