Last Updated on 2 years by admin
সস্ত্রীক দুর্ঘটনার কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়।
এএফপির খবরে বলা হয়েছে, সোমবারের এই দুর্ঘটনায় নিরাপদে আছেন প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সময় রোববার জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।
রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে চালকের দিকে অস্ত্র তাক করে। এ সময় গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন। ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন।