সময়ের জনমাধ্যম

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ফাইল ছবি

Last Updated on 3 days by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবর্দা সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শনিবার (০৮ মার্চ) দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্কে মতামত জানতে চাইলে রাজনাথ সিং বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ (সাবেক প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী বলতেন যে, আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। তাই, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই ।

পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়েও কথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছে। কারণ ইসলামাবাদ স্বেচ্ছায় কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে দেবে না।