সময়ের জনমাধ্যম

নতুন বছরে মালয়েশিয়ায় চলছে ইমিগ্রেশন অভিযান, বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী আটক

Last Updated on 2 days by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি শপিং সেন্টারে সমন্বিত অপ কুটিপ অভিযানে ৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

শনিবার (০৪ জানুয়ারি) সেলাঙ্গরের জেআইএম এর পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান ৩১, বাংলাদেশ ১৬, আফগানিস্তান ১০, পাকিস্তান ৮, নেপাল ৪, থাইল্যান্ড ৪, মায়ানমার ৩, অস্ট্রেলিয়া ৩, ভারত ৩, ফিলিপাইন ২, সেইসাথে ইউরোপীয় এবং আফ্রিকান দেশগুলির ৮ জন অভিবাসী রয়েছেন।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে আরোও তদন্তে আটকদের সেলাঙ্গর জিআইএম এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।

এদিকে জোহর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) রাজ্যের চারটি জেলায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। ১৭ থেকে ৫৩ বছর বয়সীরা যেখানে তারা কাজ করতেন এবং শ্রমিকদের ডরমেটরিতে, রাজ্যের, মুয়ার, সেগামাট, মেরসিং এবং বাতু পাহাত শাখার এনফোর্সমেন্ট ইউনিটের সমন্বয়ে অভিযান চালানো হয়।

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেছেন, ১ জানুয়ারি মুয়ারে ১৫, চাহের আশেপাশে সেগামাটে ১১, এন্ডাউ, মারসিং-এ ৯, বাতু পাহাতে ১১, মোট ৪৬ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে, ভারতের ৪, ১৫ জন মায়ানমার পুরুষ ও দুইজন নারী, তিনজন থাই পুরুষ ও চারজন নারী, পাঁচজন বাংলাদেশী, সাতজন ইন্দোনেশিয়ন পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ এবং চারজন নেপালি পুরুষ নাগরিক রয়েছে।

এ ছাড়া বছরের প্রথম দিনে ৩ রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ আটক করা হয় আরোও ২৮৪ জনকে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাড়ালো ৪২২ জনে। গত বছরের মার্চ ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারন ক্ষমা, সেচ্ছায় নিজ দেশে ফেরার কর্মসুচি শেষ হওয়ার পরপরই শুরু হয় দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের আটকের অভিযান। চলমান অভিযানে আতঙ্কে দিন কাটাচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা।