Last Updated on 6 days by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটা গণতান্ত্রিক নীতি। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে, সব সময়ে বহু দল ও মতের চর্চার পক্ষে। এই ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন।
বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন। আর নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না, যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়।
তিনি বলেন, রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠেছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে। কিন্তু তারা একটি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি।