সময়ের জনমাধ্যম

নেতানিয়াহুর শোবার কক্ষের জানালা ভেঙ্গে চুরমার হল হিজবুল্লাহর ড্রোন হামলায়

Last Updated on 3 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শোবার কক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম গতকাল মঙ্গলবার (২২ অক্টোম্বর) এ তথ্য জানিয়েছে।

গত শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাড়িতে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলেও দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী।

টাইমস অব ইসরায়েলসহ দেশটির অন্যান্য সংবাদমাধ্যম গতকাল জানায়, সামরিক সেন্সরশিপের আওতায় থাকা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা হিজবুল্লাহর ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বাসভবনের একটি শোবার কক্ষের ভেঙে চুরমার হওয়া জানালার ছবি প্রকাশ করতে পেরেছে।

হামলার সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

বাসভবনে হামলার পর নেতানিয়াহু বলেছিলেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো যারা এই চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, এটি শুধু তাঁদের দুজন নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা।