Last Updated on 7 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ডাচদের বিরুদ্ধে ২৫ রানে জিতল টাইগাররা। এতেই সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ।
ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। তলানিতে থাকা নেপালের দৌড়ও কার্যত গ্রুপ পর্বেই শেষ হচ্ছে। তাই সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথে কাঁটা হয়ে ছিল নেদারল্যান্ডস।
বৃৃহস্পতিবার (১৩ জুন) কিংসটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন সাকিব। তাছাড়া ৩৫ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে করে নেদারল্যান্ডস।
বিস্তারিত আসছে…