Last Updated on 10 months by zajira news
শরীয়তপুর প্রতিনিধি, জাজিরা নিউজ: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজার পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪ জন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার নাবিল ফরাজী (১৮) ও সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার আরমান ঢালী (১৮) ও খিদির মাদবর (২০)।
গতকাল রোববার রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাস সড়কে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসান হাবিব বলেন, ‘চার তরুণ যে মোটরসাইকেলে ছিলেন, সেগুলোর নিবন্ধন ছিল না। স্থানীয়দের কাছে যত দূর জানতে পেরেছি, গাড়ি দুটির গতি বেশি ছিল। আমরা ধারণা করছি, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্র জানায়, নাওডোবা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলে চার তরুণ ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।