সময়ের জনমাধ্যম

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে ডিএমপি

Last Updated on 2 years by admin

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রমজান মাসে যেন কোনো কুচক্রি মহল বাজারে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি করতে না পারে সেজন্য ভোক্তা অধিদফতরের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমন্বয় করে কাজ করবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সবার ক্রয় সীমার মধ্যে রাখতে আমরা কাজ করবো। কেউ যাতে দ্রব্যমূল্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ডিএমপি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রমজান শুরুর আগেই আমরা এসব কার্যক্রম শুরু করবো।