সময়ের জনমাধ্যম

পর্ন তারকাকে ঘুষের মামলায় ‘নিঃশর্ত খালাস’পেলেন ট্রাম্প

Trump sentenced to 'unconditional discharge' for hush money conviction

Last Updated on 1 month by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত খালাস’ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান তাকে ‘নিঃশর্ত অব্যাহতি’ দিয়ে সাজা ঘোষণা করেন। ফলে তাকে কারাদণ্ড বা জরিমানা মুখে পড়তে হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসের যৌন সম্পর্ক হয়। সে ঘটনা যাতে তিনি কাউকে না বলেন, এ জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেন ট্রাম্প। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। ঘুষ দেওয়ার সেই তথ্য তিনি তাঁর ব্যবসায়িক নথিতেও গোপন করেন।

অবশ্য ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ বরাবর অস্বীকার করেছেন। ট্রাম্পের দাবি, এ সব কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে বাইডেন প্রশাসন এ সবকিছু করেছে।

এসব অভিযোগে গত মে মাসে ৩৪টি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ‘নিঃশর্ত অব্যাহতি’ বা ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প। রায় ঘোষণার সময় বিচারক মার্চান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।