সময়ের জনমাধ্যম

পাকিস্তানের কি বিদায় ঘণ্টা বেজেই গেল? দুর্দান্ত জয় ভারতের

Last Updated on 7 months by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাবর আজমদের হাতে আর তেমন কিছু নেই, মেলাতে হবে বহু যদি কিন্তুর হিসেব নিকেশ।

এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। পাকিস্তান আর আয়ারল্যান্ডকে হারিয়ে রোহিতের দল পকেটে পুরেছে পাক্কা চার পয়েন্ট। রান রেটেও তারা বেশ এগিয়ে।

পয়েন্ট তালিকার দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের থলেতেও আছে চার পয়েন্ট। তারাও পাকিস্তানকে হারিয়েছে। সেই সাথে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকেও তুলোধুনো করেছে।

এবার খালি চোখের হিসেবই বলছে ভারতের সামনে আর তেমন কোনো কঠিন বাধা নেই। যুক্তরাষ্ট্র আর কানাডাকে রোহিতের দল কোনো অঘটন না ঘটলে সহজেই হারিয়ে দেবে। আবার যুক্তরাষ্ট্রও আইরিশদের হারিয়ে দিতে পারে। ফলে তিন জয় নিয়ে তারা হবে সুপার এইটে এই গ্রুপ থেকে যাওয়া দ্বিতীয় দল।

আবার যুক্তরাষ্ট্র টানা দুই ম্যাচে হারলেও পাকিস্তানের সুযোগ থাকবে কম। কারণ পাকিস্তান বড় ব্যবধানে না জিতলে রান রেটের জোরে মার্কিনিরাই যাবে পরের রাউন্ডে। সবমিলিয়ে বাড়ি ফেরার বিমানে এক পা দিয়েই রেখেছে পাকিস্তান!

স্কোরবোর্ডে মাত্র ১১৯ রান। সেটা নিয়েই ভারতের বোলাররা শেষ ওভারে সমীকরণ নিয়ে আসেন ৬ বলে ১৮ রানে। পাকিস্তানের শেষ ভরসা ইমাদ ওয়াসিম তখন ক্রিজে। কিন্তু ভারতের পেসার অর্শদীপ সিংয়ের করা শেষ ওভারের প্রথম বলেই ইমাদ কট বিহাইন্ড হলে সম্ভাবনার পাল্লা অনেকটাই হেলে পড়ে ভারতের দিকে।

শেষের দিকে নাসিম শাহ দুটি বাউন্ডারিতে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন। শেষ ওভারে ১১ রান নিলে পাকিস্তানের ইনিংস থামে ৭ উইকেটে ১১৩ রানে। শেষ পর্যন্ত ৬ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে দেখেশুনে খেলবেন। ঝুঁকিহীন ব্যাটিংয়ে রান বাড়াবেন স্বাচ্ছন্দ্যে। আজ দুজন মিলে ২৬ রানের জুটি গড়ে ঠিক করলেন তাই ।

বুমরা এসে দুর্দান্ত এক ডেলিভারিতে বাবরকে স্লিপের ক্যাচে পরিণত করলেও রিজওয়ান টিকে থেকে উসমান খানের সঙ্গে আরও একটি জুটি (৩১) গড়েন। ইনিংসের ১১তম ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন উসমান (১৩)। চারে নামা ফখর জামান ৮ বলে ১৩ রানের ক্যামিও খেলে আউট হলেও রিজওয়ান টিকে থাকায় ম্যাচটাকে পাকিস্তানেরই মনে হচ্ছিল।

বিপদটা ঘটে বুমরার করা ১৫তম ওভারে। ভারতের এক নম্বর বোলারের দ্বিতীয় স্পেলের প্রথম বলেই আড়াআড়ি ব্যাটে লেগের দিকে মারার চেষ্টা করেন রিজওয়ান। কিন্তু লেংথ থেকে নিচু হয়ে আসা বলে রিজওয়ান বোল্ড হলে ম্যাচের ছবিটা পাল্টে যায়। ৪৪ বলে ৩১ রানে থামে রিজওয়ানের ইনিংস। পরের ওভারে শাদাব খানকে ফেরান হার্দিক পান্ডিয়া।

ইমাদ ওয়াসিম শেষ ওভার পর্যন্ত টিকে ছিলেন, কিন্তু ২৩ বলে ১৫ রানে থামে তার ইনিংস। তাঁর বিদায়ে পাকিস্তানের জয়ের আশাও ধূলিসাৎ হয়ে যায়। শেষের দিকে নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ভারতের হয়ে সেরা বোলার ছিলেন মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বুমরা।

স্কোর বোর্ড:
ভারত: ১৯ ওভারে ১১৯ অলআউট

(পন্ত ৪২, অক্ষর ২০, রোহিত ১৩; নাসিম ৩/২১, রউফ ৩/২১, আমির ২/২৩, আফ্রিদি ১/২৯)।

পাকিস্তান: ২০ ওভারে ১১৩/৭

(রিজওয়ান ৩১, ইমাদ ১৫, ফখর ১৩, বাবর ১৩, উসমান ১৩; বুমরা ৩/১৪, পান্ডিয়া ২/২৪, অক্ষর ১/১১, অর্শদীপ ১/৩১)।

ফল: ভারত ৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: যশপ্রীত বুমরা।