Last Updated on 1 month by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমাবার (১৪ সেপ্টেম্বর) ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার নির্বিষ এক ম্যাচ। এশিয়া কাপ টি-২০-তে মুখোমুখি হয় নতুন প্রজন্মের সূর্যকুমার যাদব ও সালমান আঘার দল।
উভয় দলই জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যেতে মরিয়া। দুই দলই বড় ব্যবধানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল।
এমন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। সালমানদের ১২৭ রানের জবাবে ২৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সূর্যকুমারের দল। টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান।
শুরুর দুই ওভারেই পান্ডিয়া-বুমরাহ ফেরান সাইম ও হারিসকে। এর পর শুধু আসা আর যাওয়া। শেহজাদা ফারহান ৪০, শাহিন আফ্রিদি ৩৩ ও ফখর জামানের ১৭ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
কুলদীপ ৩টি, অক্ষর ও বুমরাহ ২টি এবং বরুণ ও পান্ডিয়া একটি করে উইকেট নেন। জবাবে অভিষেক ৩১, গিল ১০, অধিনায়ক সূর্যকুমার ৪৭, তিলক ৩১ ও শিভামের ১০ রানে সহজেই জিতে যায় ভারত। সাইম ৩টি উইকেট নেন।