Last Updated on 9 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি সিন্দুকে এবার মিলেছে রেকর্ড ২৭ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।
শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে সিন্দুক খুলে চলছে অর্থ গণনার কাজ। চার মাস ১১ দিন পর খোলা হলো ৯টি দান সিন্দুক। মাদ্রাসার দেড় শতাধিক খুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করছেন এসব টাকা।
তিন থেকে পাঁচ মাস পরপর এই সিন্দুক খোলা হয়। স্থানীয়রা বলছে, মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। মুশকিল আসানসহ মেলে রোগ-ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাসে দান করেন দেশ বিদেশের মানুষ।
মসজিদটিতে নগদ টাকা ছাড়াও চাল, ডাল, গরু, ছাগল, হাসঁমুরগীসহ অনেক কিছু দান করেন তারা। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। এর আগে, ৯ ডিসেম্বর সিন্দুক খুলে ২৩ বস্তায় পাওয়া গিয়েছিলো ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা।