সময়ের জনমাধ্যম

পালানোর সময় বিমানবন্দরে আটক পলক

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে ।

আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে।

বেবিচকের দায়িত্বশীল সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন পলক। তারই ধারাবাহিকতায় এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।