Last Updated on 2 years by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে বেসিক ফটোসাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে বেসিক ফটোসাংবাদিকতা বিষয়ক প্রথম পর্যায়ের তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত ফটোসাংবাদিক জনাব পাভেল রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের ২৪ জন সদস্য এতে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফটোসাংবাদিকদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।