Last Updated on 1 month by zajira news
পিরোজপুর প্রতিনিধি, জাজিরা নিউজ: পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ নিহত হয়েছেন আটজন ।
বুধবার (০৯ অক্টোম্বর) মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্ল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে একটি প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় আসছিলেন। রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায় প্রাইভেটকারটি।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে।