সময়ের জনমাধ্যম

পেনাংয়ে দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেল নিহত ৩ বাংলাদেশির পরিবার

Last Updated on 10 months by admin

জুম্মান হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিবার ক্ষতিপূরণ পেল।

নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৬ লাখ ২০ হাজার টাকা দিয়েছে মালয়েশিয়ান কোম্পনিটি।

৭ই ডিসেম্বর বৃহস্পতিবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাত ১০টার দিকে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় ২ বাংলাদেশি, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ১ জন। এ ঘটনায় মারাত্মক আহত হন আরো দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন সেখানে।

এদিকে নিহতদের মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

Reendex

Must see news