Last Updated on 4 weeks by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: প্রবাসী ও দেশে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর ডাকযোগে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এক্ষেত্রে প্রতিটি অঞ্চলে পাঁচ দিন করে সময় রাখা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এমন তথ্য জানান।
ইসির পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার দিনরাত ১২টা থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা আগামীকাল ২৩ নভেম্বরের মধ্যে ভোটের জন্য নিবন্ধন করতে পারবে।
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ইউরোপে বসবাসরত প্রবাসীরা আগামী ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, সৌদি আরবের প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশগুলো প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
এ ছাড়া বাংলাদেশে বসবাসরতরা (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবি, কয়েদি ও অন্যান্য দেশে বসবাসরত ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবে।
অ্যাপে নিবন্ধন করার পর সংশ্লিষ্টদের নিয়ে পৃথক ভোটার তালিকা করবেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ফের অ্যাপে প্রবেশ করে প্রার্থী তালিকা দেখে সংশ্লিষ্ট ভোটার ভোট দেবেন। এরপর তা ফিরতি খামে ভরে পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দিলেই তা চলে আসবে রিটার্নিং কর্মকর্তার কাছে। এসব ভোট জমা থাকবে সরকারি কোষাগারে। ভোটের দিন তা গণনা করা হবে।
১৪৩টি দেশের ৫০ লাখ ভোটারকে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ধরে প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার ছাপাবে ইসি। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আরও ছাপানো হবে। পোস্টাল ব্যালটে কেবল প্রার্থীর প্রতীক থাকবে। নাম থাকবে না।


