Last Updated on 1 month by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
রবিবার (১৩ অক্টোবর) দেবী মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন। অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, ভাঙবে তাদের মিলনমেলা।
বিজয়া দশমীতে সারাদেশে আয়োজকরা সুবিধাজনক সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দিবেন। রাজধানী ঢাকায় বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা। পূজামণ্ডপগুলোর অধিকাংশ প্রতিমা পলাশী মোড়ে জড়ো হবে, যেখানে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মাধ্যমে শোভাযাত্রা শুরু হবে। এর পর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
এদিকে, বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সড়কে থাকবে ট্রাফিক পুলিশ, এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন পর্যন্ত ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকেশ্বরী, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি ওয়াচ টাওয়ারও তৈরি করা হয়েছে।