Last Updated on 1 year by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটাস্কি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ,ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ সাতটি দেশ।
ভোটের পরদিন সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ওইসব দেশের রাষ্ট্রদূতরা এই অভিনন্দন জানান।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ বিজয়ে তারা নিজ নিজ দেশ ও সংস্থার পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
এতে বলা হয়, প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।
রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদের ভোট হয়। একটি আসনের প্রার্থীর মৃত্যুতে এবার ভোট হয়েছে ২৯৯ আসনে। ভোটের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হন ১৮৯টি আসনে। ৬০টিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন।