সময়ের জনমাধ্যম

প্রযুক্তিবিশ্বে বছরজুড়ে এ টু জেড

প্রযুক্তিবিশ্বে বছরজুড়ে এ টু জেড প্রযুক্তিবিশ্বে বছরজুড়ে এ টু জেড

Last Updated on 1 year by admin

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বছরজুড়েই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি রাজত্ব করেছে। ২০২৩ সাল শেষ হতে চলল। আর কয়েক দিন পরই শুরু হবে নতুন বছর ২০২৪। প্রযুক্তিবিশ্বে বছরজুড়েই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বেশ দাপটের সঙ্গে রাজত্ব করেছে । এআই ছাড়াও বছরজুড়ে আরও বেশ কিছু প্রযুক্তি, পণ্য ও ব্যক্তি হিসেবে ইলন মাস্ক আলোচনায় ছিলেন।

২০২৩ সালের প্রযুক্তিবিশ্বের উল্লেখযোগ্য ঘটনাগুলো ইংরেজি বর্ণমালার অক্ষরে দেওয়া হল।

A (এ): আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি–দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ বছরের প্রযুক্তিবিশ্বে সব চেয়ে উচ্চারিত একটি নাম। চালু হয়েছে এআইভিত্তিক নানা সুবিধাও। এ বছর প্রায় প্রতিটি শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট উন্মুক্ত করেছে।

B (বি): বার্ড
গত মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করে গুগল। শুধু তা-ই নয়, জি-মেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের পাশাপাশি গুগল ডকস থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে দেয়। চ্যাটবটটি গুগলের এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় করা যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত দিতে পারে।

C (সি): চ্যাটজিপিটি
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটজিপিটি চ্যাটবট যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে।নির্ভুল শব্দচয়ন ও ভাষা ব্যবহার করায় চ্যাটজিপিটির লেখা মানুষের মতোই হয়ে থাকে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে।

D (ডি): ডিপফেক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ কৃত্রিমভাবে নড়াচড়া করানোর পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না, এটি নকল ভিডিও। ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটছে। তাই বছরজুড়েই ডিপফেক ভিডিও নিয়ে অনেক আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে।

E (ই): ইলন মাস্ক
টুইটারের নাম ও লোগো পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি। এ বছর ব্যক্তি হিসেবে বেশ আলোচনার জন্ম দিয়েছেন খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।

F (এফ): ফোল্ডেবল
এ বছর নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ‘পিক্সেল ফোল্ড’ নামের ভাঁজ করা ফোন আনার ঘোষণা দিয়ে ভাঁজযোগ্য পর্দার প্রযুক্তিপণ্য নির্মাতা হিসেবে নিজের নাম লেখায় গুগল। এ ছাড়া ওয়ান প্লাস, টেকনোর মতো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানও এ বছর ফোল্ডেবল ফোন নিয়ে এসেছে।

G (জি): জেমিনি
ওপেনএআই চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে জেমিনি নামে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এনেছে গুগল। নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট বার্ডের তুলনায় জেমিনির প্রযুক্তি উন্নত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

H (এইচ): হনকাই স্টার রেইল গেম
এ বছর প্লে স্টোরে থাকা সেরা গেমের খেতাব জিতেছে ‘হনকাই স্টার রেইল’। দুঃসাহসিক আর রোমাঞ্চে পরিপূর্ণ এ গেমে মহাকাশ অভিযানের বিভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। এটি হোইয়োভার্স স্পেস ফ্যান্টাসির রোল প্লেয়িং গেম।

I (আই): আই/ও সম্মেলন
চলতি বছর ১০ মে গুগল ডেভেলপার সম্মেলন আয়োজিত হয়। এ সম্মেলনকে সংক্ষেপে ‘আই/ও সম্মেলন’ বলা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে অনুষ্ঠিত এ সম্মেলন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন নতুন সুবিধা, ল্যাঙ্গুয়েজ মডেল পাম ২, ওয়্যার ওএস ৪, গুগল হোম অ্যাপ, গুগলের ফাইন্ড মাই ডিভাইস, অ্যান্ড্রয়েড ১৪, পিক্সেল ফোল্ড, পিক্সেল ট্যাবলেট আনার ঘোষণা দেয় গুগল।

J (জে): জব কাট
বিশ্বজুড়েই প্রযুক্তি খাতে এ বছর অনেক কর্মী ছাঁটাই হয়েছেন। চলতি বছরের প্রথম ৯ মাসেই প্রযুক্তি খাতে প্রায় ২ লাখ ৪০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানও কর্মী ছাঁটাই করেছে।

K (কে): ক্রাফটনের বিজিএমআই গেম

L (এল): লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল

M (এম): মেটাভার্স
মেটাভার্স মূলত ভার্চ্যুয়াল এক জগৎ, যেখানে অনেক মানুষ একসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হতে পারেন। এ প্রযুক্তি উন্নয়ন নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে, ত্রিমাত্রিক অ্যাভাটারের (নিজের চেহারার আদলে ইমোজি) মাধ্যমে ভার্চ্যুয়াল–দুনিয়ায় একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

N (এন): এনভিডিয়া
এ বছর ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার কোম্পানির তালিকায় নাম লিখিয়েছে গ্রাফিকস চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া। এআই নিয়ে কাজ করা প্রায় সব প্রতিষ্ঠানই এনভিডিয়ার বিভিন্ন চিপ ব্যবহার করে থাকে।

O (ও): ওপেনএআই
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

P (পি): পাসকি
পাসকি পদ্ধতি ব্যবহার করে পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ দিয়েই বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দ্রুত সাইনইন করা যায়। তাই এ বছর গুগল, লিংকডইন, এক্সসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করেছে।

Q (কিউ): কোয়শ্চন অব দ্য ইয়ার
এ বছর প্রযুক্তিবিশ্বে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কী আসলেই মানুষের কাজ কেড়ে নেবে?

R (আর): আরসিএস
এসএমএসের উন্নত সংস্করণ রিচ কমিউনিকেশন সার্ভিস বা আরসিএস প্রযুক্তির ব্যবহার বেড়েছে।

S (এস): স্যাম অল্টম্যান
চ্যাটজিপিটির উদ্ভাবক, ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান পদচ্যুত হওয়ার পাঁচ দিন পর আবার স্বপদে ফিরে আসেন।

T (টি): থ্রেডস
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (টুইটার) বিকল্প হিসেবে এ বছরের ৫ জুলাই থ্রেডস অ্যাপ চালু করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

U (ইউ): ইউএসবি সি
এ বছর ইউএসবি টাইপ-সি চার্জারসহ বাজারে আসে আইফোন ১৫।

V (ভি): ভিশন প্রো
দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বছর নিজেদের তৈরি এআর–ভিআর প্রযুক্তির হেডসেট প্রদর্শন করেছে অ্যাপল। ‘ভিশন প্রো’ নামের হেডসেটটি ব্যবহারকারীর চোখ ও আঙুলের নড়াচড়া শনাক্তে করতে পারে।

W (ডব্লিউ): উইজেট
অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটারের জন্য উইজেট চালু করেছে অ্যাপল।

X (এক্স): এক্স
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের নাম বদলে রাখা হয় এক্স। বদলে যায় লোগোও।

Y (ওয়াই): ইয়াকারিনো
এ বছর এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো।

Z (জেড): জাকারবার্গ ও ইলন মাস্কের বদ্ধ খাঁচায় লড়াই
গত জুন মাসে এক্সের মালিক ইলন মাস্ক ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে খাঁচাবদ্ধ রিংয়ে লড়াইয়ের আহ্বান জানান। উত্তরে মার্ক জাকারবার্গও জানান, তিনি লড়াই করতে প্রস্তুত। শেষমেশ এ লড়াই না হলেও এটি নিয়ে প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন তৈরি হয়।

সূত্র: গ্যাজেটস নাউ