Last Updated on 2 days by zajira news
ফরিদপুর প্রতিনিধি, জাজিরা নিউজ: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তিনজন ঘটনাস্থলে ও বাকি দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের মুন্সিবাজার ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়ার বাসিন্দা মামুন চৌধুরী ওরফে লিটন (৫০), তাঁর স্ত্রী ফাহমিদা শারমীন ওরফে মুন (৪০), একই এলাকার মো. হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু (৪৫), মো. সাইদ ভূঁইয়ার স্ত্রী আতিফা রহমান (৩৬) ও নারায়ণগঞ্জের দড়িমোল্লাকান্দার বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী উম্মে তানসুমা রিনতু (৩০)।
নিহত মামুন চৌধুরীর ভায়রা মো. সালাউদ্দিন জানান, নিহত ব্যক্তিরা সবাই নিকটাত্মীয়। তাঁরা ফরিদপুর সদরের গেরদা এলাকায় ঘোরার পর নারায়ণগঞ্জে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল গেটটিতে কোনো রেল ক্রসিংবার এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে উঠে পড়ে। এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে বেশ কিছুদূর গিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানতে পেরেছি।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।