Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: আই সি সি অনূর্ধ্ব–১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
রোববার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভারত ১২.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে অনায়াসে পেরিয়ে যায় ।
শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচের চাপে পড়ে বাংলাদেশ। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সুমাইয়া আক্তারের দল। শেষ পর্যন্ত অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ২১ রানে ভর করে ৬৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। তবে ভারতীয় ব্যাটার ত্রিশা গঙ্গাদির ৩১ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসে সহজেই জয় পায় ভারত।
সুপার সিক্সের শুরু থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ, যেখানে ভারত ও অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল। এই হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের, আর ভারত ও অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে শেষ চারের টিকিট।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু নিয়ম রক্ষায় শেষ ম্যাচে নামবে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৬৪/৮ (সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫)
ভারত: ১২.৫ ওভারে ৬৬/২ (ত্রিশা ৪০; আনিসা ১/২৯)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা হয়েছেন : বৈষ্ণবী শর্মা