সময়ের জনমাধ্যম

বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র

Last Updated on 6 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে, বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না ওয়াশিংটন।

গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও প্রতিরক্ষা দপ্তরের আলাদা ব্রিফিংয়ে এ কথা বলা হয়।

প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার তার ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আমরা বাংলাদেশে সহিংসতা দেখতে চাই না।

অন্যদিকে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতির দিকে আমরা নিবিড়ভাবে দৃষ্টি ধরে রেখেছি। আমরা শান্ত থাকার ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই। আগের দিনও আমি বলেছিলাম, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংসতা বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতা, অর্থাৎ যেকোনো সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। ’

ম্যাথু মিলার আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ জমায়েতকে সমর্থন করি। আমি শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু সব ক্ষেত্রেই প্রতিবাদগুলো শান্তিপূর্ণ হতে হবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সরকারের কোনো ধরনের সহিংসতা চালানো উচিত নয়। ’

ম্যাথু মিলার বলেন, ‘অন্য দেশগুলোর ক্ষেত্রেও আমরা এগুলোর বিরুদ্ধে এভাবে বলেছি। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা বলেছি। আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়ে যাব। ’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ মুখপাত্র বলেন, ‘কিন্তু আমি বাংলাদেশ প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশজুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার খবরেও আমরা অনেক উদ্বিগ্ন। বাংলাদেশজুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ায় সেখানে আমেরিকান নাগরিকরাসহ বাংলাদেশের জনগণের গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ বিঘ্নিত হয়েছে।