সময়ের জনমাধ্যম

বাংলাদেশ সীমান্তে ঢুকে ছাগল চুরি করলো ভারতের বিএসএফ, ভিডিও ভাইরাল

Last Updated on 7 days by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজ্যান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় চোরা চালানকারী ও কৃষকদের চৌর্যবৃত্তি সহায়ক হিসেবে কাজ করে বিএসফ।

তবে এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হয়েছে। যা এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিজিবি সদর দফতরে যোগাযোগ করা হলে বাংলাদেশ সীমান্তের কোন এলাকায় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি বলেন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর দুই জওয়ান বাংলাদেশ সীমান্ত পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে,কিন্তু বিএসএফের জওয়ানরা থামানোর জন্য লাঠি ব্যবহার করছেন। ছাগলটি ধরার পর তারা ছাগলটিকে সীমানার ওপারে নিয়ে যান।

ভিডিওটি ধারণ করা হয়েছে দূর থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও ভারতীয় বাহিনী তা হরহামেশাই করছে। সীমান্তে বাংলাদেশীদের হত্যার করার মাধ্যমে শূন্য সীমান্তে লুটতরাজ করতে চায় ভারত।

এদিকে, সীমান্তে সাধারণভাবে পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে নিয়মকানুন কঠোর। এমনকি সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, বিএসএফের এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রটোকলের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

এই ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এলাকা এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ভিডিওটি বিভ্রান্তিকর হলেও এটি ভারত-বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে মনোযোগ সৃষ্টি করেছে।