সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় স্থায়ী কন্স্যুলার অফিস স্থাপনের দাবী সাংবাদিক নেতৃবৃন্দ’র

সাংবাদিকরা প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন বাংলাদেশ হাইকমিশনে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া'র নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হাইকমিশনার মো. শামীম আহসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি- জাজিরা নিউজ

Last Updated on 1 week by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়া বাংলাদেশী অধ্যুষিত এলাকায় হাইকমিশনের স্থায়ী কন্স্যুলার অফিস স্থাপনের দাবী জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া ’র নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতকালে এ দাবী জানান তারা । পরে হাইকমিশনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ আরও দ্রুত ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার জহুরবারু পেনাংসহ বাংলাদেশী অধ্যুষিত প্রদেশ গুলোতে হাইকমিশনের স্থায়ী কন্স্যুলার অফিস স্থাপন করতে হাইমিশনের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান এবং মালয়েশিয়া কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘ দিনের দাবী মাল্টিপল ভিসা বিষয়ে সুরহাসহ পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধান কল্পে হাইকমিশনের সেবা আরও সহজতর করার জন্য অনুরোধ জানান এবং প্রবাসীদের কথা গুলো নিষ্ঠার সাথে স্ব স্ব মিডিয়ায় তুলে ধরাসহ প্রবাসীদের যৌক্তিক দাবী গুলোর পক্ষে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন । এসময় হাইকমিশনার সাংবাদিক নেতৃবৃন্দের কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের দাবী গুলো সরকারের উচ্চপর্যায়ে জানাবেন বলে আশ্বস্থ করেন ।

এসময় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র নব- নির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ- সভাপতি কায়সার হামিদ হান্নান, সহ- সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, যুগ্ন- সাধারন সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস্, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এম. ফরহাদ হোসেনসহ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।