সময়ের জনমাধ্যম

বাড়তে পারে সাধারণ ছুটি, কারফিউ চলবে

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে সোমবারও কারফিউ অব্যাহত থাকবে ।

রোববার রাতে (২১ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোমবার বেলা দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাঁচটার পর আবারও কারফিউ শুরু হবে’।

এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সারাদেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে। তবে মঙ্গলবার থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে, কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি জেলাগুলোয় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেবে ।

তিনি বলেন, প্রতিদিন সকালে আটটার পর থেকে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা সবাই সমন্বয়ের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছে। দুই চারদিনের মধ্যে দেশে নিরাপত্তা পরিস্থিতি আগের পর্যায়ে ফিরবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সুত্র, বিবিসি