Last Updated on 1 week by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: প্রতিদিনের মত কর্মস্থল থেকে কাজ শেষে রাত সাড়ে সাতটার দিকে বাসায় যায়। সারাদিনের ক্লান্তি দূর করতে গোসল সম্পন্ন করে। এরপর হয়ত, খাওয়া-দাওয়া করে পরিবারের সাথে ফোনে কথা বলে ঘুমাতে যাবে।

কিন্তু আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এমনটি আর হল না মালয়েশিয়া প্রবাসি বাংলাদেশি কর্মী মোঃ ইব্রাহীম খলিলের (২৮) ভাগ্যে। বাসায় ফিরে গোসল শেষে নিজেরই ধোয়া কাপড় শুকানোর জন্য বারান্দায় যায় টাঙ্গিয়ে দিতে। ঠিক তখনই পড়ে গিয়ে বারান্দার রেলিং ভেঙ্গে সরাসরি ১ তলা থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিত মৃত্যু হয়। ঘটনাটি ঘটে মালয়েশিয়ার সেলাঙ্গরের বন্দর বারুর বাঙ্গী এলাকায়।
তার এক সহকর্মী থেকে জানা যায়, ইব্রাহীম শারীরিক ভাবে এমনিতে একটু দূর্বল ছিল। তার উপর আবার সারাদিনের পরিশ্রম শেষে হয়ত খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই কাপড় শুকাতে যখন বারান্দায় যায় তখন হয়ত তার নিজের নিয়ন্ত্রন হারিয়ে হোচট খেয়ে পড়ে গিয়ে এমনটি ঘটতে পারে।
ইব্রাহীমের পাসপোর্ট থেকে জানা যায়, তার পিতার নাম মোঃ মোতালেব এবং তিনি বাংলাদেশে নারায়নগঞ্জ জেলার বাসিন্দা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, মালয়েশিয়ার স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে এবং ঘটনার পর্যবেক্ষন করছে।

