Last Updated on 3 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম দি-সান ডেইলির এক প্রতিবেদনে জানিয়েছে।
সোমবার (১৪ জুলাই) প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দরের টার্মিনাল ১-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দি-সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, কিছু পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে।
বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকাসহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।
দি-সান ডেইলির প্রতিবেদনে আরও বলা হয়, ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট সিওয়ান থেকে সি ৩৭ পর্যন্ত ৩০০ জনেরও বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।
সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব তাদের অগ্রাধিকার। জাল নথি ব্যবহার করে বা সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।এছাড়া বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের ভ্রমণ নথি, আবাসনের পরিকল্পনা এবং আর্থিক সংস্থানগুলো আসল এবং পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করতে হবে।