সময়ের জনমাধ্যম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের নিরাপত্তায় কাজ করবে ৬ হাজার পুলিশ

Last Updated on 2 years by BISWAS

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্ব ইজতেমার প্রথম পর্বে নিরাপত্তায় র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মাহাবুব আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, আজ (বৃহস্পতিবার) থেকে নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে পুলিশ। পুরো ইজতেমার মাঠে ছয় হাজার পুলিশ সদস্য কাজ করবে। পাশাপাশি ইজতেমা এলাকায় ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের গতিবিধি মনিটরিং করা হচ্ছে।

জিএমপি কমিশনার আরও বলেন, ‘পুলিশের পাশাপাশি র্যাবের একাধিক ইউনিট ইজতেমা ময়দানে কাজ করছে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় পর্বেও বিদেশি মেহমান আসতে শুরু করেছেন। অর্থাৎ আজ থেকে পুরো ইজতেমা এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।