সময়ের জনমাধ্যম

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Last Updated on 4 months by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ভারত ও বাংলাদেশ দুই দল দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে । দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি দিয়ে আজ (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে দুই প্রতিবেশী দেশের মহারণ।

এই লড়াইয়ে নামার আগে পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে নিজেদের মাটিতে ভারতও প্রস্তুত বাংলাদেশকে প্রতিরোধ করতে।

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে ভারত।

বাংলাদেশের একাদশে যারা থাকছেন :
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারতের একাদশে যারা থাকছেন :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।