সময়ের জনমাধ্যম

ভারতে গেমিং জোনে আগুন, শিশুসহ নিহত অন্তত ২৭

Last Updated on 1 year by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় রাজকোটের জনপ্রিয় টিআরপি গেমিং জোনে লাগা এই আগুনে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বিকেলে গেমিং জোনের ভেতরে অনেকেই যখন খেলতে ব্যস্ত, তখন হঠাৎ করেই সেখানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে পুরো গেমিং জোন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুতই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এরপর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এক এক্সবার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য দোয়া। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।

শনিবার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তিনি বলেণ, একজন এখনও নিখোঁজ রয়েছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, একজন এখনো নিখোঁজ রয়েছে। সেই ব্যক্তির সন্ধান করা আমাদের দায়িত্ব। আমরা এর জন্য সর্বোচ্চ দল মোতায়েন করছি।

সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, টিআরপি গেম জোনের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। সব মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন।