Last Updated on 2 years by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)পুষ্পস্তবক অর্পণ করেন।
বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় থেকে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জড়ো হয়ে সকাল পৌনে ৮ টার দিকে প্রথমে র্যালিসহকারে রওনা হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবর জিয়ারত করেন।
পরবর্তীতে আজিমপুর কবরস্থান থেকে পুনরায় র্যালি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে যান দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পরই স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি হয়। তারপর আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের চেতনার সব কিছুকেই ঘিরে আছে ’৫২ এর ২১ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের আত্নার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।